মাধবপুর পৌরসভায় মশক নিধনে জীবাণুনাশক স্প্রে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৭ ২০২০, ১৮:৫৩

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় মশক নিধন ও ডেঙ্গু মশার বিস্তার রোধে পৌর সভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে ছিটানো হল জীবাণুনাশক স্প্রে। আজ বৃহস্পতিবার ২৭ আগষ্ট মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা এই মশক নিধন স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

মাধবপুর পৌরসভা সামনে ও আশপাশের রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক স্প্রের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কুমার পাল, পৌর প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর সচিবসহ প্রমূখ।

মাধবপুর পৌরসভা মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, প্রতি ওয়ার্ডে এই মশক নিধনের কার্যক্রম চলবে এ কার্যক্রম চলমান থাকবে।আমরা চাই পৌরসভা সম্পূর্ণরুপে ডেঙ্গু মুক্ত করতে। পৌরসভার সকল ওয়ার্ডের মানুষকে ডেঙ্গু সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।