মাধবপুরে সুন্নতে খাতনায় ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০২০, ০০:৫৭

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব ধরনের সভা সমাবেশসহ সব ধরনের অনুষ্ঠান নিষেধ করেছে বাংলাদেশ সরকার। হবিগঞ্জের মাধবপুর কমলপুর গ্রামে নিষেধের আইন না মেনেই সুন্নতে খতনা অনুষ্ঠান আয়োজন করা হয়। ভ্রাম্যমান আদালত ওই ছেলের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা যায়, কমলপুর গ্রামে কামাল মিয়া নামে ওই ব্যক্তি তার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠান আয়োজন করে। রোববার ২২ মার্চ দুপুর মাধবপুর উপজেলার সহকারী (ভূমি) কমিশনার আয়েশা আক্তার কমলপুর গ্রামে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।

প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আরো জানা যায়, কমলপুর গ্রামের কামাল মিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলের ঘটা করে খতনা করার খবরটি প্রশাসন পূর্বে অবগত হয়ে অনুষ্ঠান না করার নির্দেশ দেন। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নির্দেশ অমান্য করে বিভিন্ন রকম প্রস্তুতি করে বাড়িতে প্যান্ডেল বানিয়ে ছেলের খতনার অনুষ্ঠান আয়োজন করেন।এতে অনেক লোকের সমাগম হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার কমলপুর গ্রামে গিয়ে অনুষ্ঠান বন্ধ করেন।