মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১২ ২০১৯, ১১:১৫

 

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও অধ্যক্ষ সহ জড়িতদের শাস্তির দাবিতে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উদ্যোগে ১১ এপ্রিল ২ ঘটিকার সময় লন্ডনের আলতাব আলী পার্কে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। সংগঠনের আহবায়ক জাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা রফিক আহমদ, নুর বক্স, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাএনেতা আব্দুল আলী, সাহিদুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট আলা উদ্দিন

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , সাবেক ছাত্র নেতা মাওলানা আনিসুর রহমান ,মাওলানা আমিরুল ইসলাম ,হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ,ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যানরাইটসের যুগ্ন আহবায়ক শাহান বিন নিজাম, সংগটনের সদস্য সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন, ফয়সল আহমদ,শাহিন আহমেদ রনি,আনিসুর রহমান, জালাল আহমেদ জিলানি,শরিফুজ্জামান,মো: মিফতা উদ্দিন, এনাম উদ্দিন, রেজাউল করিম, সাঈদ মালিক, মু ফখরুল মিয়া, খাইরুল আমিন, মো. জুনেদ উদ্দিন , শাহ সাব্বির, মোস্তাক আহমদ, মনিরুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোন সভ্য মানবসমাজে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা কখনো কল্পনাও করা যায় না। এ ধরনের ঘটনা যাতে আর কেউ ঘটাবার সাহস না পায় সে জন্যই নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা করার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য বক্তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
বক্তারা আরো দাবি জানান ,দ্রুত বিচার আইনে জড়িতদের সবোচ্চ শাস্তি নিশ্চিত করা, নারী নিযাতন বন্ধে প্রশাসনের বলিষ্ট ভূমিকা পালন করার আহবান জানান।