মাদানীনগর মদীনাতুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী সমম্মেলন চলছে

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৭ ২০১৮, ১৪:২৩

আব্দুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত মাদানীনগর, চুনারব্রীজ সংলগ্ন মাদানীনগর মদীনাতুল উলুম মাদ্রাসা ময়দানে দুদিন ব্যাপি ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী সমম্মেলন এর আজ শেষ দিন। অালহাজ্ব শেখ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুহতামিম মাওলানা শরীফ মুহাম্মদ, হাফেজ মাওলানা শাহাজান শিরাজ, খতিব, হাফেজ মাও. কামাল হোসাইন প্রমুখ ।

গতকাল শুক্ররবারের প্রথম দিনে প্রধান বক্তা ছিলেন মুহতামিম তিলকুড়া হাফিজিয়া মাদরাসা, হাফেজ মাওলানা অামিনুর রহমার। আরোও তাফসির করেন মাওঃ মুফতি অালমগীর অাহসান দা.বা, মাওঃ মুফতি অাব্দুল অালীম দা.বা, মুফতি মওছুফ সিদ্দিকী দা.বা, মাওঃ ত্বহের রব্বনী। প্রথম দিনের মাহফিলে আরোও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অাজ শনিবার ২য় দিনের প্রাধান বক্তার হিসাবে তাফসীর করবেন প্রখাত অালেমেদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাইনতলা মাদরাসা খুলনার মহাপরিচালক, হযরত মাওলানা মিছবাহ উদ্দিন দা.বা, বক্তব্য রাখবেন মাও. মুহা. অাব্দুল হামিদ দা.বা, গবেষক ও লেখক হযরত মাও. মুফতি অারিফুল ইসলাম দা.বা, ইমাম ও খতিব অাব্দুল খালেক দা.বা। এছাড়াও অারো অনেক ওলামায়ে কেরাম তাফসির পেশ করবেন।

উক্ত সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করছে নবসুর সাংস্কৃতিক সংসদ, ঢাকা।