মাওলানা মুজিবুর রহমান হামিদী’র মনোনয়ন বৈধ ঘোষনা প্রধান নির্বাচন কমিশনের

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৮ ২০১৮, ১৫:২১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান হামিদী’র মনোনয়ন পত্র আপিলে বৈধতা পেয়েছে।

অাজ ৮ ডিসেম্বর শনিবার ঢাকার অাগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অাপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশন প্রার্থীতা বৈধ হিসবে ঘোষণা করে মাওলানা মুজিবুর রহমান হামিদীকে।

উল্লেখ্য, গত রবিবার ২রা ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা এক শুনানিতে মাওলানা মুজিবুর রহমান হামিদী’র মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করে।
পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) থেকে নির্বাচিত হয়ে দেশ,জাতি ও মানবতার কল্যাণে অবদান রাখতে চান।