মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ৩১ ২০১৯, ১২:১৫

ইলিয়াস মশহুদ : মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো সম্মিলিতভাবে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান আগামী শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
এতে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা শিহাবুদ্দিন, দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, অঙ্গুরা মাদরাসার মুহতামিম মাওলানা যিয়া উদ্দীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, আরবি ভাষাবিদ মাওলানা সফিউল্লাহ ফুআদ, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছীর, ভার্থখলা দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা শাহ নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়া আযাদ দ্বীনি এদারা ও বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় মুরব্বি, জামিয়া দরগাহ, কাজিরবাজার, তাওয়াক্কুলিয়া রেঙ্গা, ভার্থখলা, দারুল কুরআন, সোবহানীঘাট, গলমুকাপনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মুরব্বি উলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও লেখক-সাংবাদিকসহ দেশ-বিদেশের মেহমানগণ।
অনুষ্ঠান সফলের জন্য ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসান আহমদ ও সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জের দীর্ঘকালীন শিক্ষাসচিব মাওলানা শায়খ আবদুল মতীনের নামানুসারে গঠিত শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন ‘মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে ১৪৩৯ হিজরিতে অভিন্ন প্রশ্নপত্রে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের কৃতী তরুণ আলেমদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরও এই ফাউন্ডেশনের উদ্যোগে সম্মিলিত মেধাতালিকায় শীর্ষ ৪০-এ অবস্থানকারী সিলেট বিভাগের ৮ জন তরুণ আলেমকে নগদ অর্থ, সম্মাননা ও ক্রেস্ট উপহার দেয়া হয়েছিল।