মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি’র আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৭ ২০১৯, ১৭:৫১

একুশে জার্নাল ডটকম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে। শেখ মুজিবুর রহমানকে জিয়াউর রহমানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আওয়ামীলীগ দেশে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে চলেছে। জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিচারের নামে অবিচার চালিয়ে ফরমায়েসী রায়ে সাজা দিয়ে কারান্তরীণ করে রেখেছে। স্বৈরাচারের ইতিহাস সুখকর হয়নি। আওয়ামী স্বৈরাচারী সরকারকেও চরম মূল্য দিতে হবে। অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

বুধবার নগরীর একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট জেলা সভাপতি ডা. শামীমুর রহমান।

সভায় ওলামাদলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল মালেকের ইন্তেকাল ও সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবী জানানো হয়। বিএনপি নেতা জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়ে জাকিরসহ সকলবন্দীদের নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামী ৬ এপ্রিল সিলেট জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত প্রতীকি অনশন কর্মসুচী সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত আলোচনা সভায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মঈনুল হক চৌধুরী, শাহাব উদ্দিন, জালাল উদ্দিন, আব্দুল হাকিম চৌধুরী, নজমুল হোসেন পুতুল, আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, ধর্ম সম্পাদক আল মামুন খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ মো. ফখর উদ্দিন, মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, এম.এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, আব্দুল লতিফ খান, এনামুল হক মাক্কু, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুল মালেক, সিরাজুল ইসলাম সিরাজ, মুহিবুর রহমান, হেলাল আহমদ, আজির উদ্দিন আহমদ, সাইদুল আলম বাচ্চু, আমিনুর রহমান সিতার, মঈনুল ইসলাম মঞ্জু, দেলোয়ার হোসেন, হাজী গোলজার আহমদ, শাহীন আহমদ, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ফয়েজুর রহমান ফয়েজ, আজাদুর রহমান আজাদ, জসিম উদ্দিন, কামরুজ্জামান দীপু, আকবর আলী, আব্দুল খালিক, মঈনুদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সাবেক ছাত্রনেতা আব্দুল হাসিম জাকারিয়া, আসাদুল হক আসাদ, মিজানুর রহমান রুমেল, মকছুছুল করিম নোহেল, শাহাব উদ্দিন, সালাউদ্দিন রিমন, শাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, ছাত্রদল নেতা এনামুল হক, আব্দুল করিম জোনাক, আব্দুল হাছিব, তানভীর আহমদ চৌধুরী, মিনার হোসেন লিটন, মাসুম পারভেজ, সুমন আহমদ বিপ্লব, আলী আকবর রাজন ও মাহবুবুল আলম সৌরভ প্রমুখ।