মসজিদে জঙ্গি হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও শহীদ মুসল্লীদের জন্য শোক প্রকাশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৬ ২০১৯, ০৩:০৪

খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম এক বিবৃতিতে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে নমাজরত মুসল্লিদের উপর সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট নামের কুখ্যাত ব্লাক সানের সদস্যের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকল শহীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতিতে বলেন, নিউজিল্যান্ডের মসজিদে জুমার নামাজ আদায়কালে নির্বিচারে সন্ত্রাসী হত্যাযজ্ঞে গোটা মুসলিম উম্মাহ বাকরুদ্ধ ও শোকাহত। জাতিসংঘ সহ বিশ্বের সকল মানবাধিকার সংস্থা ইসলামী বিদ্বেষী সকল সন্ত্রাসী ও খুনীদের বিচারে এগিয়ে আসার আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন, নিউজিল্যান্ড সরকারকে দেশটির অন্যান্য মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

পরিশেষে নেতৃবৃন্দ সকল মুসলমান ও শহীদ পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের প্রতি ধর্য্যের আহবান জানিয়ে তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করে শহীদগণের জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চো মকাম কামনা করেন।