ময়মনসিংহে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১০ ২০১৯, ০০:৪৭

পরিবহন শ্রমিককে মাধরের প্রতিবাদ ও বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সবধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা।

ময়মনসিংহ জেলা পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক শেষে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে বাস চালচল বন্ধ করে দেয়া হয়।

এতে ময়মনসিংহ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রংপুরসহ দুরপাল্লা ও আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা।

পরিবহন শ্রমিকরা জানান, বিআরটিসি বাস চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তাদের বিরোধিতা সত্ত্বেও নতুন নতুন রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হচ্ছে। বিআরটিসি বাস চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তারা।