ময়মনসিংহে নতুন কোভিড আক্রান্ত ৮১, দুই সপ্তাহেও কোন মৃত্যু নেই

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৪ ২০২০, ১৯:৪৬

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে ৫৬৪ টি নমুনা পরীক্ষায় ৮১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে জামালপুর জেলার‌ই ৫৭ জন রয়েছেন। ময়মনসিংহ জেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন। শেরপুর জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ জন।

ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে সদরের চারজন, ধোবাউড়ায় তিনজন, ঈশ্বরগঞ্জে একজন, ফুলবাড়িয়ায় একজন ও নান্দাইলে একজন।

এ নিয়ে ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৮ এ দাঁড়ালো।

ময়মনসিংহ জেলাতে মোট করোনা ভাইরাস শনাক্ত ৫৭৮ জনের মধ্যে আইসোলেশন ২৭ জন, হোম আইসোলেশন ৩৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১৮৯ জন।

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬ জন। তবে আশাব্যঞ্জক খবর হলো গত দুই সপ্তাহে ময়মনসিংহে নতুন মৃত্যু নেই।