মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের অফিস উদ্বোধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৫ ২০১৮, ১৪:০৯

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের দলীয় অফিস বুধবার নাথেরপেটুয়া ষ্টেশন পশ্চিম বাজারে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ অফিসটি উদ্বোধন করেন।

স্থানীয় ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহাদাৎ হোসাইন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি হাফেজ শরাফত করীম, সাধারণ সম্পাদক আবদুস সালাম, আন্দোলন নেতা মুফতি নজরুল ইসলাম, মাও. সালেহ উদ্দিন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন আল-মামুন, উপজেলা দক্ষিণ শ্রমিক আন্দোলন সভাপতি আবদুল মান্নান, সাবেক ছাত্র আন্দোলন নেতা মুস্তাফিজ, ইসলামী যুব আন্দোলন নেতা নুরুল আলম সুমন, উপজেলা দক্ষিণ ইশা ছাত্র আন্দোলন সভাপতি মাসউদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম মাহমদু তার বক্তব্যে বলেন, মানবরচিত শাসনব্যবস্থার মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এরজন্য তিনি হাতপাখা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে ইসলামী আন্দোলনের ওই প্রার্থী স্থানীয় আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।