ভোলায় মুসল্লিদের বুকে গুলি চালিয়ে পুলিশ তাওহিদী জনতার বুকে রক্তক্ষরণ সৃষ্টি করেছে: খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২০ ২০১৯, ১৬:২৩

একুশে জার্নাল ডেস্ক: ২০ অক্টোবর ২০১৯ঃ আল্লাহ ও মহানবী সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মুসল্লিদের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। ভোলার মাটি আজ নবী প্রেমিক তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলায় মুসল্লিদের বুকে গুলি চালিয়ে পুলিশ লাখো কোটি তাওহিদী জনতার বুকে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। পুলিশ কাকে খুশী করার হয়ে জন্যে বিক্ষুব্ধ মুসল্লিদের গুলি করেছে তা পরিস্কার করতে হবে। মুসল্লিদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হতাহতের দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।

এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আহত সকল মুসল্লিকে যথাযথ ও উন্নত চিকিৎসার দাবী জানান। একই সাথে আল্লাহ ও মহানবী সা. কে কটুক্তিকারী সংখ্যালঘু যুবকেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।