ভোলায় বাবা ও মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৮ ২০২০, ২০:১৮

এবি হান্নান, ভোলা প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলায় আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট চার জন করোনায় আক্রান্ত রোগী শানাক্ত করা হলো।

আজ ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিএবিএস রোডের বাসিন্দা বাবা (৫৮) ও মেয়ে (১৮) এর করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ভোলার সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ নিয়ে ভোলায় মোট ৪ জন করোনা রোগী সনাক্ত হল।আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

সিভিল সার্জান জানান,আক্রান্ত দুই জনের সর্দি-কাশি রয়েছে। তবে তাদের শ্বাস কষ্ট নেই। বাড়িতে তাদের চিকিৎসা দেওয়া হবে।

এদিকে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড এলাকা লকডাউন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষে থেকে আক্রান্তের বাড়িসহ আশেপাশের মোট ৪৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে মনপুরা এবং বোরহানউদ্দিন উপজেলায় প্রথম দুই জন করোনা আক্তান্ত রোগী শানাক্ত করা হয়েছিল।