ভোলার রাজাপুরে বখাটে স্বামীর হাতে স্ত্রী নির্যাতনের শিকার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৪ ২০২০, ২০:১৮

এবি হান্নান, ভোলা প্রতিনিধি: বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুজন নারী-পুরুষের একসঙ্গে সুখে বসবাস করা। স্বামী-স্ত্রী পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী হবেন। কিন্তু তা না করে কিছু অমানুষ স্বামী আছে তারা যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন এমনকি খুন করে এমন ঘটনা পাওয়া যায়।

এমন‌ই এক স্ত্রীকে নির্যাতনের ঘটনা ঘটেছে
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের কন্দকপুর গ্রামের।

গ্রামের বিশ্বাস বাড়িতে স্বামীর হাতে যৌতুকের জন্য নির্যাতিত হলেন তার স্ত্রী লিমা।

লিমার বক্তব্য অনুসারে জানা যায়, তার স্বামী মামুন, ২০১৪ সালে তাদের বিবাহের পর থেকে বিভিন্ন অজুহাতে চাপ দিয়ে তার শশুর বাড়ি থেকে যৌতুকের টাকা দাবি করে।

কিন্তু মেয়ের সুখের কথা চিন্তা করে লিমার বাবা মো: নাসিম এই পর্যান্ত প্রায় দুই লক্ষ টাকা দিলেও, অলস ও মাদকাশক্ত মামুন সেই টাকা বাজে পথে খরচ করে শেষ করে।

আবারো স্বামী মামুন লিমাকে পাঠায় তার বাবার কাছ থেকে টাকা আনার জন্য।
ঘটনার দিনেও টাকা এনে দিতে অস্বীকার করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মামুন তার স্ত্রী লিমা কে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে মারতে এক পর্যায় গলায় ওরনা পেচিয়ে টেনে হেঁচরে বাড়ির অধূরে থাকা খাঁদে ফেলে যায়।

তারপর সেখানে থেকে লিমার ছোট জাল তাকে উঠিয়ে ঘরে নিয়ে আসে।

এ ঘটনার আহত লিমা শারীরিক যন্ত্রনা সহ্য করতে না পেরে পরের দিন তার নিজ বাবার বাড়তে দুই সন্তান রেখে চলে আসে।

পরে লিমার শারীরীক অবস্থা ভয়াবহ দেখে তার ভাই ও তার মা তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমার বিয়ের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী মামুন।