ভোলায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত ৭জনের মুক্তি দাবি

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৯ ২০১৯, ১৯:১০

মিজানুর রহমান, ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ৬ দফা দাবী নিয়ে গঠিত হয় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ।

আজ ১৯ শে অক্টোবর সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তির দাবিতে বোরহানউদ্দিনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে চারজনের শাহাদত বরণ পরবর্তী প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদেরকে হয়রানি করার উদ্দেশ্যে ৫০০০ অজ্ঞাতনামাদেরকে আসামী করে প্রশাসন ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। ভোলার মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত ৭ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে!

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সহ-সভাপতি মুফতি আহমদ উল্লাহ, মাওলানা তাজউদ্দিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, মুখপাত্র মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নুরে আলম আশ্রাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ রাশেদুল ইসলাম সহ প্রমুখ প্রমূখ নেতৃবৃন্দ।