ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে —জননেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৭ ২০১৮, ০৪:১০

 

সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়া
নীবাজার) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সহ-সভাপতি জননেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ‘আওয়ামীলীগের প্রতিহিংসার রাজনীতির ফলে দেশে আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে। ‘তাদের দীর্ঘদিনের দুর্নীতি-দুঃশাসনের ফলে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে। এমনকি মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করারও সুযোগ হারিয়েছে।’ তাই মানুষের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকারের দাবিতে সকল মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। মাওলানা রশীদ আহমদ, অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৭টার সময় গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও মাওলানা অাব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ছায়াদ অাহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল অাবেদীন, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সেলিম আহমদ ইমরান, কামাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন,  বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, দুলাল আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান, জেলা ওলামা দলের সহ সসভাপতি শফি আহমদ খান, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুর রহমান স্বপন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল অাহমদ, শিপন আহমদ, যুবদল নেতা কামাল অাহমদ, ছাত্রদল নেতা পারভেজ আহমদ, লাহিন আহমদ প্রমুখ।