ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে লুটন খেলাফত মজলিসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৫ ২০২০, ০৬:০০

একুশে জার্নাল লুটন প্রতিনিধি:
ভারতের দিল্লীতে উগ্র হিন্দুত্ববাদীকর্তৃক মুসলিমদের হত্যা নির্যাতনের প্রতিবাদে লুটন খেলাফত মজলিসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ মার্চ মঙ্গলবার রাত ৯টায় লুটন শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
লুটন শাখা সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন খেলাফত মজলিস লুটন শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী আহমদ হুসাইন।

সভায় বক্তাগণন বলেন, ভারতের দিল্লীতে মুসলিমদের উপর বর্বর নির্যাতনের মাধ্যমে মোদি সরকারের উগ্র হিন্দুত্ববাদের আসল রূপ বিশ্বের সামনে প্রকাশ হয়ে গেছে। অতিসত্বর ভারতে মুসলিম নির্যাতন বন্ধের আহবান জানানো হয়।
বাংলাদেশে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে দাওয়াত দেয়া প্রসঙ্গে বক্তাগন বলেন, যেখানে পুরো বিশ্ব উগ্র মোদিকে উগ্র সাম্প্রদায়িক হিসেবে তিরস্কার করছে, সেখানে জনগণের দাবীর প্রতি তোয়াক্কা না করে সেই মোদিকে দাওয়াত দিয়ে নিয়ে আসাটা বাংলাদেশের মূল্যবোধ বিরোধী সিদ্বান্ত।
সরকারকে এরকম আত্নঘাতী সিদ্বান্ত থেকে সরে আসার আহবান জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা জি,এম ফরহাদ চৌধুরী, লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান, লুটন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ, লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, একুশে জার্নাল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কে আই ফেরদৌস, লুটন শাখার বায়তুল সম্পাদক এম,জাহেদ আহমেদ প্রমুখ।

পরিশেষে ভারত সহ পুরো বিশ্বে নির্যাতিত মুসলমানদের কল্যাণ কামনা ও লুটন শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রহমানের পিতার সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।