ভারতে মুসলিম গণহত্যা ও নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে কালিবাড়িতে বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ২২:৫৯

বালাগঞ্জ প্রতিনিধি: ভারতে মুসলিম গণহত্যা, মসজিদে আগুন ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে

বালাগঞ্জের বোয়ালজুড় ইউপির স্থানীয় কালি বাড়ি বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ মার্চ বাদ জুম্মা সোনাপুর রুপাপুর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গন থেকে স্থানীয় তাওহীদ জনতার ব্যানার মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মসজিদের সামনে এসে শেষ হয়।

এতে বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। পরে কালিবাড়ী বাজার চত্বরে আয়োজিত সমাবেশে ইত্তেহাদুল মাকাতিব সোনাপুরের সভাপতি প্রবিণ আলেম হাজি মাওলানা মুজ্জামিল আলির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ ও বিলাল আহমদ তালুকদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফতেহ পুর কামিল মাদ্রাসার আরবি প্রভাষক কাজি হিফজুর রহমান, তিলাপাড়া মাদ্রাসার মোহতামিম হুসাইন আহমদ আওলাদ, মাও. আতহার আলি, হাজি মানিক মিয়া মেম্বার, সোনাপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ওলি উল্লাহ, প্রবিণ মুরুব্বি মাওঃ শফিক খান, কালিবাড়ী বাজার বণিক সমিতির সেক্রেটারি ক্বারি আব্দুছ ছত্তার, হাফিজ আব্দুল হাকিম প্রমুখ,
অন্যনদের মধ্য উপস্থিত ছিলেন, ক্বারি জিল্লুল হক, মাও. জুনায়েদ আহমদ তালুকদার আলা মিয়া, গিলমান তালুকদার, জামাল আহমদ, জাহেদ মিয়া, এ,আর কাওছার, সাজন মিয়া, ফেরদাউস আলি, মুজাহিদ আলি, ক্বারি আং ওয়াহিদ, মাও.জুনাইদ তালুকদার প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে ভারতে নিহত মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবিণ আলেম মাওলানা আব্দুল আজিজ।