ভারতে গণহত্যার প্রতিবাদে শুক্রবার সিলেটে সমমনা ইসলামী দলসমূহের গণমিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৪ ২০২০, ০১:২৪

আবুল কাশেম অফিক:
ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, অব্যাহত ভাবে মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেটের সমমনা ইসলামী দল। আজ মঙ্গলবার (৩ মার্চ) বাদ মাগরিব বন্দরবাজারস্থ জমিয়তের কার্যালয়ে সিলেটের সমমনা ইসলামী দলসমূহের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আগামী ৬ মার্চ শুক্রবার বাদ জুমআ সমমনা ইসলামী দলসমূহের মিছিল নগরীর বিভিন্ন স্পট থেকে সিলেট কোর্ট পয়েন্টে এসে জমায়েত হবে। সেখানে সমাবেশ শেষে সমমনা ইসলামী দলসমূহ সিলেটের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে ।

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা খয়রুল হোসেন, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ,জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান শিহাব, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা প্রিন্সিপাল নাসির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা ছানা উল্লাহ, সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, প্রচার ও অফিস সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান শিকদার, নেজামে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা নওফল আহমদ, জেলা সভাপতি ক্বারী মাওলানা আবু ইউসুফ চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সামাদ, সোবহানীঘাট মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, হাফিজ কবির আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লোকমান হাকিম, ছাত্রনেতা শাহিদ হাতিমী, হাফিজ ফয়েজ উদ্দিন প্রমুখ।
বৈঠকে আগামী শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে আগামী কাল থেকে নগরীর বিভিন্ন স্পটে গণ সংযোগ ও বাদ আসর সমমনা ইসলামী দলসমূহের ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠকের কর্মসূচী নির্ধারন করা হয়।
বৈঠকে আগামী শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীতে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।