ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ১৯:৫৪

ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে ৬ মার্চ ২০২০, শুক্রবার, বাদ জুম’আ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবদুল মালিক বাহুবলীর সভাপতিত্বে ও খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, ভারতের দিল্লীতে মুসলিম গণহত্যার দায় ভারত সরকার কোনোভাবেই এড়াতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত মানুষের রক্তে রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত। এ রকম একজন উগ্রসাম্প্রদায়িক ব্যক্তিকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই বাংলাদেশে দেখতে চায় না।

বক্তারা আরো বলেন, অবিলম্বে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে নরেন্দ্র মোদিকে যদি বাংলাদেশে আনা হয় তবে উদ্ভূত পরিস্থিতির সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

সমাবেশে বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এমএ সালাম, শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফিজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এমএ রহীম নোমানী, আশিদ্রোন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ আব্দুল মালিক, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, আল আত্তার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশীদ, আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাফায়েত উল্লাহ।

বক্তারা আরো বলেন, দিল্লীতে মুসলিম গণহত্যা, মসজিদ-মাদরাসা ধ্বংস ও মুসলমানদের ঘর-বাড়ি, দোকান-পাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ গণহত্যার ঘটনার আন্তর্জাতিক বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। আর শান্তিপূর্ণ কর্মসূচি সফলের মাধ্যমে মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার সাংগঠনিক সম্পাদক এইচএম আব্দুল মতিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এইচএম শাহাদাত হোসাইন খান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, হাফিজ শুয়াইবুর রহমান চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি মুফতী মাওলানা মনির উদ্দিন।