বড় কাটারা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক নিহত হয়েছেন চকবাজারের অগ্নিকাণ্ডে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২১ ২০১৯, ০৬:৫৫

ফাইল ফটো

হাবীব আনওয়ার: গতকাল ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার
চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বড়কাটারা মাদরাসার শিক্ষক মাওলানা ওমর ফারুক সাহেবসহ প্রায় ৭০ জন নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত মোট ৭০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী।

এদিকে বহু সংখ্যক মানুষ আহত হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।

এদিকে ঔ ভবনটির চার তলায় তরুণ ওয়েজ
মাওলানা রাফি বিন মুনিরও থাকতেন বলে জানা গেছে।তবে তার কোন ক্ষতি হয়নি জানিয়ে গতকাল রাতে তার ফেইস বুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে আছি। আগুন লেগে আমাদের পুরো চার তলা বাসা পুড়ে গিয়েছে। কিছুই অবশিষ্ট নেই। সব থেকে কষ্ট লেগেছে আমার লক্ষ লক্ষ টাকার কিতাব পুড়ে গিয়েছে।’