ব্যারিস্টার সুমনকে সর্তক করলেন হাইকোর্ট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৯, ১৬:২৯

বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুণ্ন করে, এমন বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়া থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বিরত থাকতে ও ভবিষ্যতের জন্য সতর্ক করেন হাইকোর্ট।

বুধবার এক বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট শুনানিকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

রিট শুনানির এক পর্যায়ে জ‌্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট নিয়ে ফেসবুকে দেয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন।

তিনি আদালতকে বলেন, ব্যারিস্টার সুমন ফেসবুকে ক্যাম্পেইন করে সুপ্রিম কোর্ট ও আইনজীবীদের হেয় করছেন। একজন আইনজীবী অপর একজন আইনজীবীর বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে পারে না।

তখন আদালত বলেন, ফেসবুকে এসব দিবে কেন? এ পর্যায়ে আদালত বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুণ্ন করে, এমন বিষয়ে ফেসবুকে পোস্ট দেয়া থেকে ব্যারিস্টার সুমনকে বিরত থাকতে বলেন ও সতর্ক করেন।