“ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার সুন্নত পালনের জন্য‌ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে”

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২১ ২০২০, ১৯:৫৮

ব্যক্তি জীবনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার সুন্নত পালনের জন্য‌ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে
—–মুফতি সুলতান মহিউদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, ইসলামে সুন্নতের গুরুত্ব অপরিসীম। মহানবী হযরত মুহাম্মদ সা. এর প্রতিটি সুন্নত স্বাস্থ্য বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সুন্নতের উপর আমল করবে সে পরকালে জান্নাতে নবীজির সাহচার্য পেয়ে ধন্য হবে, আর এ দুনিয়াতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। কারণ আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীদের গবেষণা একথা বেরিয়ে এসেছে যে, মুহাম্মদ সা. এর প্রতিটি সুন্নত শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী।

তিনি আরো বলেন, নবীজির সুন্নত যেভাবে ব্যক্তি জীবনে রয়েছে, সেভাবে সামাজিক ও রাষ্ট্রীয় কাজেও নবীর সুন্নত আছে। নবীর সুন্নত মতো জীবন পরিচালনা যেমন বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যকর ও উপাকরী। অনুরূপভাবে নবীর সুন্নত মতো দেশ ও সমাজ পরিচালনায় রয়েছে মানুষের সার্বিক মুক্তি এবং সহজ, সুন্দর ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবনে সুন্নত পালনের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার সুন্নত পালনের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।