বেফাক ও হেফাজত নেতাদের অনিয়ম বিষয়ে মুখ খোলায় দুবাইয়ে আটক আশরাফ মাহদী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৬ ২০২০, ২০:১২

একুশে জার্নাল ডেস্ক: সম্প্রতি বেফাক কর্মকর্তা ও হেফাজতে ইসলাম নেতাদের নানান অনিয়মের বিষয়ে মুখ খোলায় মুফতি আমিনী রহ. এর নাতী আশরাফ মাহদীকে গতকাল থেকে দুবাই ইয়ারপোর্টে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধারণা করা হচ্ছে, আশরাফ মাহদী সম্প্রতি বেফাক ও হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়জুল্লাহ ও হাসানাত আমিনীর কিছু দূর্নীতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় তাকে ধাময়ে রাখতে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

আল্লামা মামুনুল হক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন- “আশরাফ মাহদীর ঘটনা গোটা কওমি মহল ও বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনকে ভাবিয়ে তুলেছে ৷ কোন পথে হাঁটছি আমরা ? চলমান সংকটকে কেন্দ্র করে ঘটনা যেভাবে ডালপালা মেলছে, তাতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় বলা মুশকিল ৷ একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত ইসলামী পরিবারের একজন উচ্চশিক্ষার্থী মেধাবী সন্তান শিক্ষার জন্য বিদ্যালয়ে যাওয়ার পথে বিদেশ থেকে তাকে ধরে আনা-মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো ঘটনা মনে হচ্ছে ৷ যে মামলার বরাত দিয়ে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে সেই মামলাটি আরেক রহস্যময় ঘটনা ৷ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যে মামলার আরজিতে “অপকর্ম”কারী বলা হয়েছে ৷ যে মামলার বাদীর ব্যক্তিগত যোগাযোগ নাম্বার হিসেবে প্রদত্ত নম্বরটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ তথ্যটি যদি আসলেই সত্য হয়ে থাকে তাহলে নেপথ্য নায়কদের পরিচয় প্রকাশ হতে আর কিছুর দরকার পড়ে না ৷

তিনি আরও বলেন, ঘটনাপ্রবাহে মোটাদাগে যে কথাগুলো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়-
১) ওসমান কাশেম নামক ব্যক্তির উপর হামলা ও সেই ঘটনাকে পুঁজি করে দেশের স্বনামধন্য আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের তাদের পূর্বপরিকল্পিত ঘটনা ৷
২) আশরাফ মাহদী যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর যুক্তিগ্রাহ্য জবাব দেয়া কিংবা এড়িয়ে যাওয়ার পরিবর্তে মামলা ও জুলুমের পথ বেছে নেয়া সেই মহলটির নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ ৷
৩) কারো মনে হতেই পারে, যারা তুচ্ছ ফেসবুকের লেখাকে কেন্দ্র করে এত মারমুখী ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, অতীতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য হবে না কেন?
৪) কওমির ব্যাপক ছাত্র জনতার বিরুদ্ধে গুটি কয়েকের একটি অনৈতিক চক্রকে প্রতিপালন ও সহযোগিতা করছে কোন একটি মহল, দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়ার মত লম্বা যাদের হাত ৷
৫) এমন মামুলি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের সন্তানের বিরুদ্ধে যারা এতটা হিংস্র হয়ে উঠতে পারে তাদের দ্বারা কী হওয়া সম্ভব, এই প্রশ্নের চেয়ে তাদের পক্ষে কী অসম্ভব ? এমন প্রশ্নই এখন অধিক যুক্তিসম্মত মনে হয়।”

চট্টগ্রামের ওসমান কাসেমী নামের ঐ ব্যাক্তি কর্তৃক হয়রানীমূলক মিথ্যা মামলায় তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গুম বা গ্রেপ্তার করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করছেন আশরাফ মাহদীর স্বজনরা।

জানা যায়, এই মামলায় দেশের শীর্ষস্থানীয়, সর্বজন শ্রদ্ধেয় বেশ কয়েকজন আলেমের নামও রয়েছে।