বেকারত্ব রাজস্ব আয়ের অন্যতম উৎস!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৩ ২০১৯, ১৫:৩৭

আফফান ইয়াসিন: খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১,১৬৬ পদের বিপরীতে আবেদন পড়েছে ১৩,৭৮,০০০টি অর্থাৎ প্রতি পদের জন্য ১,১৮২ জন আবেদন করেছে । এতে সহজেই অনুমেয় দেশের বেকারত্ব কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে।

এদিকে আবেদন ফি ছিল ১১২ টাকা । ক্যালকুলেশন বলছে আবেদন ফিয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের আয় ১৩,৭৮,০০০৯×১১২ = ১৫,৪৩,৩৬০০০ (১৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকা)। এ তো গেল শুধু খাদা অধিদপ্তরের হিসাব । আর বাকিগুলো? প্রতি বছর বেকারতের হার বেড়েই চলেছে ।

এখন বাংলাদেশের প্রধান কাজ হওয়া উচিত রেকারত্ব দূর করা। কিন্তু আমরা দেখছি তার বিপরীতটা অর্থাৎ তিক্ত হলেও সত্য বর্তমানে বেকারতুও রাজস্ব আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে ৷

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়