বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার ৫০ বছর পূর্তি দস্তারবন্দী সম্মেলন ২ ও ৩ ফেব্রুয়ারী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৮ ২০২০, ১৭:৩৪

আবদুল্লাহ বিন ইসমাঈল

আগামী ২-৩ ফেব্রুয়ারী ২০২০ ঈসায়ী রোজ, রবি ও সোমবার সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও ২দিনব্যাপী দস্তারবন্দী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ,বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ।উক্ত অনুষ্টানে তিন শতাধিক আলিম ও হাফিযকে দস্তারে ফযীলত প্রদান করা হবে।

দস্তারবন্দী সম্মেলন উপলক্ষে এলাকায় চলছে আনন্দের ঢেউ। সবাই সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।স্মারক প্রকাশ করা সহ চলছে নানা আয়োজন।

মহতি এ সম্মেলন সফলে সকলের উপস্থিতি,দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গোলাম ওয়াহিদ সাহেব ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এহসানে এলাহী ।