বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে এ্যাডভোকেসী সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৩ ২০২৩, ১৭:৪৮

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে এ্যাডভোকেসী সভা ১৩ (বৃহস্পতিবার) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহযোগীতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা: ইশতিয়াক হোসেন, ডা: নাহিদ রায়হান প্রমুখ।

সভায় বক্তারা বলেন শিশু এবং মিসড কম্যুনিটি সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো। সেই লক্ষ্যে সকল শিশুকে টিকাদান সম্পৃক্ত করতে হবে সেই লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।