বিজয়কেতন। খোরশেদ আলম বিপ্লব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৭ ২০১৯, ১৯:০২

 চোখের পানে চেয়ে আমি

 বুঝতে পারি ভাষা

 সব চোখেতে সবার প্রাণে

 একই স্বপ্ন আশা।

 

 রাইফেল কাঁধে আফগানী ওই

লাঞ্চার কাঁধে চেচেন

ডিনামাইটৈ ফিলিস্তিনি

জীবনটাকে বেচেন।

 

 অবাক চেয়ে তাদের চোখে

নিশ্চিত মনে হয়

মুক্তিফৌজ‌ও এমনি ছিল

 বুকে ছিল না ভয়।

 

 মুক্তিই ছিল প্রাণের দাবি

যুদ্ধ প্রাণময়

 রক্তে আঁকা ছবি বুকে

 দেশ করেছি জয়।

 

 যুদ্ধ শেষে লম্বা কেশে

 ফিরল যুবা ঘরে

 চেয়ে দেখো পুবাকাশে

 বিজয় কেতন উড়ে।