বাহুবলে মাছের পোনা বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৫ ২০২০, ০০:৪২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় বাহুবলের কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে।

শনিবার (১৪জুন) উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজার এবং বাহুবল মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে স্নানঘাট বাজারে বিভিন্ন জাতের মাছের পোনা বিক্রির দ্বায়ে তিন ব্যবসায়ীকে এক হাজার করে মোট তিন হাজার এবং বাহুবল বাজারে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জানান,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।