বাহুবলে প্রশাসনের বাজার মনিটরিং:১৮ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২০, ২২:১৪

দুলাল আহমেদ,বাহুবল (হবিগঞ্জ):হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১মার্চ)বিকাল তিন ঘটিকায় উপজেলার পৃথক তিন বাজারে (ভূমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল’র নেতৃত্বে মনিটরিং মাধ্যমে জরিমানা করা হয়েছে।

উপজেলার ডুবাঐ বাজারের এক,পুটিজুরী বাজারের এক,দিগাম্বর বাজারে এক মোট নয় দোকানদারকে দ্রব্যমূল্যের তালিকা না রাখার দ্বায়ে মোট আঠারো (১৮) হাজার টাকা জরিমানা করা হয়ে। দেশে করোনাভাইরাসের প্রভাব দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম ভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ঊর্ধ্ব দামে বিক্রি করছে।সাথে বিভিন্ন দ্রব্য সংকট তৈরি করে আসছে।

ক্রেতাদের ভোগান্তি দূর করনে অগ্রণী ভূমিকা রাখছে প্রশাসন। প্রতিদিন মনিটরিংকরছে বাহুবলের বড় বাজারগুলি। খৃষ্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসন বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সবমসময় তদারকিতে থাকবে।