বাহুবলে নিষিদ্ধ পলিথিন সহ ট্রাক আটক, চালককে ৫০হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৬ ২০১৯, ১০:৪৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশের হাতে ৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন সহ ট্রাক আটক হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে হাফিজপুর নামক স্থানে ট্রাকটি আটক করে বাহুবল মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

জানা যায়, ঢাকা থেকে চেড়ে আসা সিলেট গ্রামী টাংগাইল-ট-০২-০৬১২ ট্রাকটি নিষিদ্ধ পলিথিন নিয়ে মহাসড়কের হাফিজপুর নামক স্থানে আসার সাথে সাথেই হাইওয়ে পুলিশ ট্রাকটি চেক করলে ট্রাকের ভিতর ৭৫ বস্তুায় ৪ হাজার পাঁচশত কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।

পরে হাইওয়ে থানা পুলিশ পলিথিন সহ ট্রাকটি আটক করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার(১৫) জুলাই দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেস্ট আয়শা হকের আদালতে মামুনকে হাজির করা হলে।

নিষিদ্ধ পলিথিন বহনের অভিযোগে চালক মোঃ মামুন মিয়া(৩৩)কে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ পলিথিন গুলো জব্দ করে বাহুবল মডেল থানায় রাখা হয়। ট্রাক চালক মামুন মিয়ার বাড়ী ঢাকা দারুলইসলাম থানায় মামুনের পিতার মোঃ মকবুল হোসেন।