বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: আহত ৩০

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৯ ২০১৯, ২২:১৩

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে মহিলাসহ ৩০ যাত্রী আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার বোখারী মাজার গেইটের সামনে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫/২৪১৫) মহাসড়কের বোখারী মাজার গেইটের সামনে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা মহিলাসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। এ সময় পথচারী লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বাহুবল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেন।

এসময় মহাসড়কের উভয় পাশে যানযটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুবাশ্বির হোসেন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি উদ্ধার করলে যানচলাচল স্বাভাবিক হয়।