বাহুবলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে চেক বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৫ ২০১৯, ০৭:৪৩

বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধিঃ জেলার বাহুবলে একটি বাড়ি একটি খামার (তৃতীয় সংশোধনী) প্রকল্পের আওতায় সমবায়ের মাধ্যমে ক্ষুূ্দ্র নৃ- তাত্বিক জন গোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নের লক্ষে বাহুবল উপজেলাধীন গঠিত নিবন্ধিত-৬টি সমবায় সমিতির ৫৫ জন সদস্যদের মধ্যে ৩% হারে ১২,৭০০ টাকা করে মোট ৬,৯৮,৫০০ টাকার ঋনের চেক বিতরন করা হয়।

আজ ২৫ মার্চ রোজ সোমবার উপজেলা সমবায় কার্যালয়ে চেক বিতরন সম্পন্ন করা হয়।

চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব দেব পরিদর্শক জেলা সমবায় কার্যালয় হবিগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মমতাজুর রহমান ।