বাহুবলে করোনা রোধে পুলিশ প্রশাসনের প্রচার অভিযান, মাস্ক বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০২০, ১৯:৪০

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষে প্রচার অভিযান ও মাস্ক বিতরণ করেছে পুলিশ প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের গোশাই বাজারে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত বাজারে ‘ভাই ভাই ভেরাইটিজ স্টোরে’ পেঁয়াজের মূল্য তালিকায় বেশী লিখে রাখায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়। কোন দোকানি যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশী রাখে তাহলে পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় এবং নিত্যপণ্য মজুত না রাখতে ব্যবসায়ী সকলকে সতর্ক করেছেন এএসপি পারভেজ আলম চৌধুরী।

তিনি আরো বলেন, বাজারে প্রয়োজন ছাড়া অযথা কেউ ঘুরাফেরা করবেন না। কাঁচা বাজার, ফার্মেসী, ফেক্সিলোড, মুদি দোকান ব্যতীত অন্য সব ধরনের দোকান বন্ধ থাকবে। এসব দোকান ব্যতীত অন্য কোন দোকান খোলা রাখলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বাজারে জটলা বাঁধাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজ নিজ ঘরে অবস্থান করুন।

পরে মাস্ক নেই এমন স্থানীয় লোকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।