বাহুবলে একই রাতে পাঁচ ঘরে চুরি; নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৯ ২০১৯, ১০:০৩

শাহ মোহাম্মদ দুলাল,বাহুবল (হবিগঞ্জ)থেকেঃ

হবিগঞ্জের বাহুবলে একই রাতে পাঁচ বসত ঘরে দূধর্ষ চুরি হয়েছে। ফলে ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন সহজ সরল গ্রামের জনসাধারণ।

বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলাপুর,ইজ্জতগ্রামে গভীর রাতে চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,প্রায় এক মাস যাবত উল্ল্যেখিত গ্রামে দুই-তিন দিন অন্তর-অন্তর চুরির ঘঠনা ঘটে আসছে।

আঃ হামিদ জানায়,গত বৃহঃবার দিবাগত রাত ৩ ঘটিকায় সময় আমার ঘরের পিছনের দরজার(হরকি) সিটকারী ভেঙ্গে ঘরে ভিতরে ডুকে। আমার মোবাইল দুই টা সহ নগদ ২০ হাজার টাকা আসবাব পত্র নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত চুর। তবে কে বা কারা এ ধরনের চুরির ঘটনার সাথে জরিত কাউকে চিনতে পারি নাই।

এছাড়া ইজ্জত পুর গ্রামের জসিম মিয়ার বসত ঘরে চোরি হয়েছে। জসিম মিয়ার ঘরের দরজা ভেঙে চুর ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা একটা মোবাইল নগদ,পঁচিশ হাজার টাকা বসত ঘর থেকে চুরি হয় বলে জানা গেছে।

ধারনা করা হচ্ছে উল্ল্যেখিত গ্রাম গুলাতে অবাদে জুয়া,গাঁজা সেবন সহ সমাজ নষ্ট কারি এমন সব অপকর্মের ফলেই বসত ঘরে চুরির উপদ্রব বেড়ে গেছে ।

স্থানীয় গ্রাম্যমুরব্বী এ চোরির ঘঠনায় বিব্রত।
‘তারা’চান এ ধরনের নেক্কারজনক চোরির সাথে যে যারাই জরিত থাকুক তাদের বিরুদ্ধে গ্রামের যৌত একশন প্রয়োগ করা হবে।
আমরা চোর কে চিহ্নিত করতে চেষ্টা করে যাচ্ছি।
অচিরেই গ্রামে চিরুনী অভিযান চালানো হবে গ্রামের মুরব্বী সুত্রে জানা গেছে।
ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামের প্রায় দুই হাজারের বেশী জনগন। আলাপুর,ইজ্জতপুর গ্রামের মানুষ নির্ভয়ে,স্বাধীন বাংলার ভূমিতে রাত উদযাপন করতে চান।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন,বাহুবল মডেল থানার অফিসার ইনসার্চ মাসুক আলীর সু দৃষ্টি কামনা করছেন আলাপুর,ইজ্জতপুর গ্রামের সাধারণ জনগণ।