বাহুবলে ইউএনও উপর প্রকৌশলীর রিট খারিজ,শুনানি ২৪ এপ্রিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১২ ২০১৯, ১১:৪৩

বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জ

জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের উপর প্রকৌশলীর দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট,পরবর্তী শুনানি ২৪ এপ্রিল হবে বলে আদালত সুত্রে জানা গেছে।

গত ১০ এপ্রিল রোজ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় বাহুবলের ইউএনও’র সুয়োমোটো রুলের শুনানি হয়।

শুনানিতে কোন পরিস্থিতিতে উপজেলা প্রকৌশলী গ্রেফতার করা হয় তার বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়।

পরবর্তীতে অপরপক্ষের বিজ্ঞ আইনজীবী সরকারি কর্মচারীকে গ্রেপ্তার বিষয়ে সরকারি চাকুরি আইন-২০১৮ এর কথা উল্লেখ করলে মহামান্য আদালত বলেন এ আইনতো হাইকোর্টে এখনও বাস্তিবায়ন হয়নি (স্টে) অবস্থায় আছে এটি এখনও অকার্যকর।

উপজেলা প্রকৌশলী হাইকোর্টে এ বিষয়ে আরেকটি রিট পিটিশন দায়ের করেন যার নম্বর ৩৮১২/১৯।

একই সাথে শুনানি করে এটি আদালত,সাথে সাথেই খারিজ করে দেন বলে জানা গেছে।
সৃত্র মতে জানা যায়, সিলেট বিভাগীয় কমিশনার সকলের সমন্বয়ে সৃষ্ট বিষয়টি নিস্পত্তি করেন এবং বাহুবল উপজেলা প্রকৌশলীকে সেদিনে কমিশনারের অফিসে বিষয়টি নিস্পত্তির লক্ষে সকল মামলা তুলার নির্দেশ দেন প্রকৌশলী গোলাম মোঃ মহিউদ্দিনকে।

উপজেলা নির্বাহী অফিসারের আইনজীবী  এ সমাধানের ডকুমেন্ট আদালতে তুলে ধরলে আদালত গুরুত্ব সহকারে এটি পর্যবেক্ষণ করেন। মহামান্য আদালত জানতে চান আপনার দেয়া কথামত এ ব্যাপারে কিছু করেছেন কিনা?
তাছাড়া প্রকৌশলী পক্ষের আইনজীবী বলেন বিভাগীয় কমিশনার অফিসে সমস্যা সমাধানে জোর করে তার সম্মতি নিয়েছেন।

যা খুব সিরিয়াসলি ইউএনও পক্ষের আইনজীবী ক্ষিপ্ত হন।এবং তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের কথা বলায় প্রকৌশলী পক্ষের বিজ্ঞ আইনজীবীকে সতর্ক করে দেন।

মহামান্য আদালত সুয়োমোটো রুলের পরবর্তী শুনানি ২৪ এপ্রিল নির্ধারণ করেন।