বাহুবলে আগুনে পুড়ে দোকান ভস্মীভূত, প্রায় এক লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২২ ২০১৯, ১২:৩২

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল থেকে:

বাহুবল উপজেলায় গোশাই বাজারে পাশেই ইসলাম ষ্টেশনারী স্টোর পুড়ে ভস্মীভূত হয়েছে।

গত কাল সোমবার ২১ অক্টোবর রাত প্রায় ১১ ঘটিকায় দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত দোকান বন্ধ অবস্থায় ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হয় চোখে পরে পথচারীদের। তখন পথচারীরা আগুন বলে চিৎকার করতে শুরু করে।
এদের চিৎকারে আশপাশের লোক জন দৌড়ে দোকানের পাশে আসে।
দোকানের সাটার তালা লাগোনো ছিল। তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তারা। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বের করা হয়।
এসময় উপস্থিত স্থানীয়রা আগুন নেভাতে পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে নিক্ষেপ করে। কিন্ত আগুন নেভানোর আগেই দোকানের সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
দোকানে এক চৌকাঠ ছাড়া আর কিছু থাকে না। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সুত্রপাত কিসে থেকে ঘটেছে এ নিয়ে জনমনে বিভিন্ন মতভেদ।সরেজমিনে দেখা যায়,দোকানে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে।কিন্তু বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাতের কোন নমুনা দেখা যায় নি।বিদ্যুৎ এর ওয়ার এক বিন্দু পরিমানে আগুনে পুড়ে নাই।কিন্তু দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেল। এ নিয়ে জনমনে নানান প্রশ্ন।তবে ধারনা করা যাচ্ছে ঘরের চালের কোন এক ফাঁকা জায়গা দিয়ে বাহির থেকে আগুন দেয়া হয়েছে।

দোকানের মালিক ইসলাম উদ্দিন জানান, রাত ১১ ঘটিকায় দোকানের সাটারে তালা লাগিয়ে বাড়িতে যাই খাবার জন্য।

বাড়ি থেকে ফিরে আসার আগেই আমার কাছে খবর পৌছে দোকানে আগুন লেগেছে।আমি দৌড়ে আসি আগুন নেভাতে।

তিনি জানান, দোকানে তালা থাকায় আগুন জলদি নেভাতে পারে নি স্থানীয়রা।যার জন্যে আমার দোকানের সকল মালামাল পুড়ে চাই হয়ে গেছে।এতে প্রায় এক লক্ষ টাকার মালামাল ধ্বংস হয়েছে।

এ খবর পেয়ে পরিদর্শনে আসেন ৩ নং সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক, আওয়ামী নেতা জনাব আয়াত আলী।
তিনি দোকান পুড়ে যাওয়ার অবস্থা দেখে দোকানের মালিক ইসলাম উদ্দিন কে সহযোগিতার আশ্বাস দেন। এবং এ ঘটনায় সাথে কে বা কারা জড়িত তাদের কোন সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।