বাহুবলের পুটিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তারা উন্নয়নের ধারায় যুক্ত হতে হবিগঞ্জ- ১ আসনে নৌকার প্রার্থী দাবী

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৫ ২০১৮, ১৮:০৩

বাহুবল,হবিগঞ্জের প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তারা বলেন,গত দশ বছরে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার নজিরবিহীন উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছে।
আগামীতে এ উন্নয়নের ধারায় অত্র এলাকাকে যুক্ত করার লক্ষ্যে হবিগঞ্জ- ১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে নৌকার প্রার্থীর বিকল্প নেই। আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে এই আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।

আজ সোমবার (০৫ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার পুটিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্থানীয় পুটিজুরী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পুটিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেহেদী হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ সুহেলের পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান ও প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সভাপতি মুদ্দত আলী, সহ-সভাপতি অমল কুমার দাশ (পলাশ), রফিকুল ইসলাম, আব্দুর রউফ, দেওয়ান মোস্তাক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর বশির চৌধুরী (সুজন), হাসানুল হক সুজা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান (আনার), প্রচার সম্পাদক রুপক দেব, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন আখঞ্জী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা কামাল আহমেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, উপজেলা মহিলালীগের যুগ্ম আহ্বায়ক রাহেলা আক্তার, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রাসেল মিয়া, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন রুবেল, মোঃ এমরানুল হক, হুমায়ুন কবীর, মোঃ আবু সাঈদ, মোঃ আরজু মিয়া, মোঃ সাহেব আলী তালুকদার, নিতাই বৈদ্য, সদস্য ইমরান, আয়াত আলী, সিরাজুল রনি, আলামিন, দেওয়ান জাবেদ, আব্দুল আজিজ, আব্দুল আউয়াল, মোস্তফা, ইসলাম উদ্দিন, রাসেল আহমেদ ইমন, তৌহিদ, হারুন, বিংকু দেব, জসিম মিয়া, মঈন উদ্দিন, জুনাইদ, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, আজাদ মিয়া, মনির খান, ইমরুল কবির, মোফজ্জুল আহসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলাউদ্দিন, ছাত্রলীগ নুরুল হক, নেতা রায়হান, পুটিজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, পাবলু মিয়া, স্নানঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসতিয়াক আহমদ ইমন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল রাজ্জাক, সাতকাপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ দুলাল, ধীরেন্দ্র বিশ্বাস, সুজিত রায়, মিলন, ফারুক মিয়া, মানিক মিয়া, আনু মিয়া,মোঃইব্রাহিম,সাদত আলী, মালেক মিয়া, মিরপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়জুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা রফিকুল ইসলাম।
সম্মেলনের পূর্বে জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে উপজেলার মিরপুর বাজার থেকে দু’শতাধিক মোটরসাইকেল যোগে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন।