বাহিরশিমুল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২২ ২০২১, ২২:৪৩

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল উচ্চবিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আব্দুস সালাম চৌধুরী ও সভাপতি আক্কাস আলী মাস্টারের বিরুদ্ধে। তাদের সাথে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক মেম্বারের নাম‌ও এসেছে অভিযোগে।

ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাকে চাকুরী দিবে বলে আমার কাছ থেকে ৭ লক্ষ টাকা নিয়েছে। আমার অগোচরে আল মামুন নামে এক প্রার্থীর কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে তাকে চাকরি দেওয়ার পায়তারা করছে তারা। আমার কাছ থেকে টাকা নিয়ে তারা ভাগাভাগি করে খেয়ে ফেলেছে। কিন্তু ৭ লক্ষ টাকা যে আমি দিলাম, আমার তো সবকিছু শেষ করে দিয়েছি। এই টাকাটা যোগাড় করতে গিয়ে আমার সব সম্পদ বিক্রি করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমি আমার টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন রকম হুমকি দেয় তারা। অবশেষে আমি আমার এলাকাবাসীর কাছে এই ঘটনা খুলে বলি। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে স্কুলের সামনে মানববন্ধন করে এই দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানান।

অভিযোগের বিষয়ে জানতে উপরে উল্লেখিত ব্যক্তিদের প্রত্যেকের নম্বরে ফোন দেওয়া হলে তারা কেউ ফোন রিসিভ করেননি। ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন, এরপর ফোন বন্ধ করে দেন।

২০ ডিসেম্বর মানববন্ধন শেষে স্লোগানের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্নীতির বিচার দাবি করেন বাহিরশিমুল এলাকাবাসী।