বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান এক লক্ষ টাকা জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২০ ২০১৯, ২৩:১৯

বালাগঞ্জ প্রতিনিধি:
অবৈধ ভাবে বালাগঞ্জ সীমানায় অনুপ্রবেশ করে বালু উত্তোলনের দায়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক একটি নৌকা জব্দ করা হয় এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। অভিযান কালে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের পেশকার উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বলেন, অবৈধ যেকোন কর্মকান্ডে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।