বালাগঞ্জে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তি-জনদূর্ভোগ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০২০, ২১:০৪

বালাগঞ্জ প্রতিনিধি: গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে সিলেটের অন্যান্য উপজেলা গুলোর ন্যায় বালাগঞ্জ উপজেলায়ও আজ সোমবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে চলছে না সিএনজি চালিত অটোরিকশা।

জানা যায়, সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার এ ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

সকাল থেকেই উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়ক, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়ক ও সিলেট- সুলতানপুর বালাগঞ্জ সড়ক

ঘুরে দেখা যায়, অনেক লোকজন গাড়ি না পেয়ে বাধ্য হয়ে হেটে হেটে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। আর পরিবহন শ্রমিকরা হঠাৎ কোনো সিএনজিচালিত গাড়ি দেখলেই পথরোধ করে তা ফিরিয়ে দিচ্ছেন।

এ পরিবহন ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। ধর্মঘটের ফলে শিক্ষার্থী, চাকরিজীবি, শ্রমজীবি ও ব্যবসায়ীসহ সকল স্তরের মানুষ সময়মতো কর্মস্থলে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা।

তবে, পরিবহন শ্রমিকরা বলছেন, তাদের দাবি গুলো যৌক্তিক। এ দাবিগুলো আদায় হলে তারা আবার আগের মতো তাদের কর্মে ফিরে যাবেন।