বালাগঞ্জে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৫ ২০২০, ২১:১৩

বালাগঞ্জ প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীন নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন ও জাতীয় প্রকল্প পরিচালক শিরীনা দেলহুর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক মোঃ লেবাছ মিয়া ও অফিস সহায়ক মোঃ মিজানুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলাশ মন্ডল, তথ্যমন্ত্রানালয়ের প্রগ্রাাম অফিসার হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের সহকারী অফিসার উজ্জল সিংহ, বালাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামিউদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহীন, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মাহমুদ হোসেন মাছুম, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, শিক্ষক সাইফুল ইসলাম, লাল মোহন দাস নান্টু, সঞ্জীব দাস, শিক্ষিকা দোলন ভৌমিক, সীমা রানী দাস, সাহেদা বেগম, ইমাম মোঃ কামরুল ইসলাম, মমতা প্রকল্পের সমন্বয়কারী প্রশান্ত কুমার দাস, টেকনিক্যাল অফিসার আম্বিয়া খানম, সুচনার এফ এফ আছমা আহমদ মিতু সহ প্রায় ৪০ জন প্রতিনিধি কর্মমশালা অংশ নেন।