বালাগঞ্জকে হাওরাঞ্চল ঘোষণা করা হবে: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০২২, ২৩:৪৬

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলাবাজারে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র এবং শুকনো খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশে জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমরা মহাশূন্যে স্যাটেলাইট পাঠিয়েছি, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে। তাহলে কেন বালাগঞ্জ এতো পিছিয়ে থাকবে? আমি দেখে বুঝলাম এখানে নেতৃত্বের অভাব ছিল।

মন্ত্রী বলেন, বালাগঞ্জকে হাওরাঞ্চল ঘোষণা করার ব্যবস্থা করা হবে। এই উপজেলাকে হাওরাঞ্চল ঘোষণা করা হলে হাওর এলাকার যে সুবিধা গুলো আছে সে গুলো পেয়ে বালাগঞ্জকে আধুনিকায়ন করা যাবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, মতিউর রহমান মতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর ছিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম, জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম জিতু, শামীমুর রহমান, সাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল ইসলাম সালেহ, পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, জেলা কৃষক লীগ নেতা সৈয়দ মোস্তাক উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগ নেতা খন্দকার সালেহ আহমদ, আব্দুল হামিদ, বালাগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, মুজিবুর রহমান পংকি, আব্দুল মালিক মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তার আলী প্রমুখ।