হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরায় নেওয়া ৫ সিদ্ধান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১৭ ২০২০, ১৯:৫৩

আল জামেয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদকে।

আজ বুধবার ১৭ জুন হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে জামেয়ার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি (মজলিসে শূরা)’র গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে উপস্থিত সকলের সামনে শুরা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করেন মেখল হামিয়ুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার সদস্য মাওলানা নোমান ফয়জী।

মাওলানা নোমান ফয়েজী সুযোগ্য সন্তান মাওলানা জাকারিয়া নোমান জানান হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরায় ৫ টি সিদ্ধান্ত গৃহীত হয়:
১/ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দা.বা. মোহতামিম পদে বহাল।
২/ শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী দা.বা. -কে অসুস্থতার কারণে সহযোগী পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, তবে মজলিশে ইলমীসহ বাকী সব পদ বহাল রাখা হয়েছে।
৩/ আল্লামা শেখ আহমদ দা.বা. সহযোগী পরিচালক নির্বাচিত।
৪/ বাকী অন্য কোন পদে পরিবর্তন আনা হয়নি।
৫/ মুফতি আজম আব্দুস সালাম দা.বা. স্বপদে বহাল।

উক্ত সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। আজকের মিটিংয়ে কোন নতুন শুরার সদস্য নেওয়া হয়নি বলে জানান তিনি।

মাওলানা নোমান ফয়েজি আরও জানান, হাটহাজারীর বর্তমান মুহতামিম আল্লামা আহমদ শফির অবর্তমানে পরবর্তী শুরা কমিটির বৈঠকের আগ পর্যন্ত জামেয়ার পরিচালনার দায়িত্ব আল্লামা শেখ আহমদ সাহেব পালন করবেন।

আজকের বৈঠকে সভাপতিত্ব করেন জামেয়া প্রধান, হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘র আমীর আল্লামা শাহ আহমদ শফী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শুরা কমিটির সদস্য আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবুল কাসেম, আল্লামা নুরুল আমীন, আল্লামা সোহাইল নোমানী, আল্লামা আবুল হাসান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা ওমর ফারুক,আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফয়জী ও মাওলানা মাহমুদুল হাসান।