বর্ষসেরা সাংবাদিক হাবীব আনওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানালো তাহরীর চত্বর

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৮ ২০১৯, ০৭:৪৭

একুশে জার্নাল চট্রগ্রাম প্রতিনিধি:জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘একুশে জার্নাল টোয়েন্টিফোর ডটকমে’র বর্ষসেরা সংবাদদাতা নির্বাচিত হওয়ায় তরুণ সাংবাদিক হাবীব আনওয়ারকে কওমী তরুণদের লেখালেখির অনলাইন প্লাটফরম ‘তাহরীর চত্বর’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

গতকাল ৭ই মার্চ (বৃহস্পতিবার) রাত ৮টায় মেখল মাদরাসার আবাসিক ভবনে তরুণ লেখক ওয়ালী উল্লাহ নোমানী’র সঞ্চালনায় এই অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, লেখালেখির জগতে আমাদের সরব উপস্থিতি আরও বাড়াতে হবে। বাতিলের প্রাচীর কলমের আঘাতে ভেঙে দিতে হবে। দরসী মুতালাআর পাশাপাশি লেখালেখি করুন কোন সমস্যা নেই। যখন যতটুকু সময় পাবেন পড়বেন লিখবেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাবাড়ির পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী বলেন, মিডিয়া চক্রান্তের যূপকাষ্ঠে আমরা প্রতিনিয়ত বলি হচ্ছি। শত্রু চিনতে হবে। তাদের দুর্বলতা চিহ্নিত করে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফেজ জুনাইদ, মাও. ইবরাহিম ফুআদ, তরুণ লেখক আব্দুল্লাহ্ আল-মুনীর, কামরুল ইসলাস, আব্দুল মুমিন, আবুল কাসেম প্রমুখ।

এসময় অনুষ্ঠানে প্রায় ৫০ জন তরুণ লেখক-পাঠক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি একুশে জার্নালের বোর্ড মিটিংয়ে হাবীব আনওয়ার সহ ৫জন সংবাদকর্মিকে ‘বর্ষসেরা সংবাদদাতা’ হিসেবে মনোনিত করা হয়। জার্নালে ১ বছরের কার্যক্রমে কর্তৃপক্ষের চোখে সেরাদের তালিকায় স্থান পাওয়া সেরা সংবাদদাতারা হলেন, হাটহাজারী প্রতিনিধি হাবীব আনওয়ার, শ্রিমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুহাজির,
হবিগঞ্জ প্রতিনিধি দুলাল আহমাদ, ঢাকা প্রতিনিধি মাহবুব হুসাইন,চট্টগ্রাম প্রতিনিধি কাজী শহীদ।