বন্দরের নবীগঞ্জ-হাজীগঞ্জ খেয়া ঘাটের বেহাল দশা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১০ ২০১৯, ০৭:২৬

সজীব:নারায়ণগঞ্জ জেলার মধ্যে সদর ও বন্দর এর অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হল বন্দর ও নবীগঞ্জ খেয়া ঘাট।
নবীগঞ্জ-হাজীগঞ্জ ফেরী সার্ভিস চালু হবার পর থেকে সাধারন মানুষও স্বল্পসময়ে যাতায়াতের জন্য এই রাস্তাটি ই ব্যবহার করছেন৷ আর এই নবীগঞ্জ-হাজীগঞ্জ খেয়া ঘাট দিয়ে দৈনিক প্রায় ৭০ হাজার এর বেশি মানুষ আসা যাওয়া করে৷ কিন্তু ঐতিহ্যবাহী এই ঘাট টির রক্ষনাবেক্ষন ও পরিচালনায় নেই কোনো নিয়মনীতি। নেই প্রশাসন বা উপর মহলের কোনো হস্তক্ষেপ। বরং ঘাট টি চলছে এক প্রভাবশালী সিন্ডিকেটের আওতাধীন। একচেটিয়া ভাবে প্রভাব খাটিয়ে ঘাটের বেহাল দশা রেখেই চলছে মানুষ পারাপারের কাজ৷ ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তার দিকে তাদের কোনো নজরদারি নেই বললেই চলে৷
এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন৷ এছাড়াও ঘাট পরিচালনাতেও সঠিক নজরদারির দাবি জানান খেয়া ঘাটের যাত্রী রা।