বন্দরের কেওঢালা রাস্তার বেহাল দশা;সামান্য বৃষ্টিতেই কাঁদা ও রোদে ধুলো

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৮, ১৬:১৫

মুহাম্মাদ তাওহিদ: বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড থেকে শ্রীরামপুর,কাজীপাড়া ও অলিপুরা সহ প্রায় তিন  কিলো রাস্তার এই বেহাল দশা।রোদে প্রচন্ড ধুলো-বালি ও সামান্য বৃষ্টিতেই কাদা ভরপুর হয়ে উঠে এই রাস্তা।আর রাস্তার এই অবস্থার জন্য এলাকাবাসি ইট ভাটার নিয়ন্ত্রণ হীন ট্রাক চলাচলকেই দায়ী করছেন।গড়ে প্রতিদিন ২০০০-২৫০০ হাজার লোকের যাতায়াত এই রাস্তায়,ফলে নিত্যদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথ যাত্রীদের।ইট ভাটার ট্রাক ও ভারী যানবাহন চলার নির্দিষ্ট পরিসংখ্যান ও সময় থাকলে তা অমান্য করে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রতিনিয়ত চলছে তাদের যাতায়াত। এমতবস্তায় এর উপযুক্ত ব্যবস্থা ও নীতি কার্যকর করে সমস্যা সমাধানে  যথাযথ  কর্তৃপক্ষকের প্রতি জোর দাবি এলাকা বাসীর।