বনশ্রী বড়ুয়ার কবিতা ‘জলকেলি স্নান’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০১৯, ১৬:৩৩

তোমাকে বলা হয়নি
জানি, কখনো বলা হবে না..
প্রতিটি বৃষ্টিমুখর দিন দরজার প্রান্তে এসে
কড়া নাড়লেই কি অদ্ভুত রকম
বিষন্নতায় ডুবে যাই আমি!

অজস্র শব্দের কান্নার বুননে লিখা
আরো একটা নীল খামের চিরকুট
জমা পড়ে হৃদ গহীনে..

এক একবার ইচ্ছে করে চিরকুটগুলো
ভাসিয়ে দেই বৃষ্টি জলে;
হৃদয়ের মনিকোঠায় অবারিত রক্তক্ষরণ
জমে জমে আমাকে ভাসিয়ে নিয়ে যায়
তুমি নামের অতলে…

একদল মেঘ একটু আগেই দিয়ে গেল
বৃষ্টির বার্তা!!
গলা উঁচিয়ে বলল সে মেঘ,
তোমায় এবার ভাসিয়ে নেবো, ভিজিয়ে দেবো
অঝোর ধারায়…তৈরি থেকো…
এবার তোমায় বৃষ্টিজলে স্নান করাবো।

সেই থেকে ঠাঁই দাঁড়িয়ে মাঝরাস্তায়,
দাঁড়িয়েই আছি আজন্মকাল ;
এক জলকেলি সকালের অপেক্ষায়।