বছরের প্রথম ঝড়-শিলাবৃষ্টিতে বালাগঞ্জে বোরো-ইরি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০২ ২০২০, ২১:৫২

আবুল কাশেম অফিক বালাগঞ্জ: সিলেটের বালাগঞ্জে মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রায় পনেরো মিনিটের এই ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলায় বিভিন্ন এলাকার কিছু কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রচন্ড ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় হঠাৎ এ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়।

এদিকে, ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। কিছু বুুঝে ওঠার আগেই উপজেলার বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, অসংখ্য গাছপালা লন্ডভন্ড হয়।

বিশেষ করে ঝড়ের সাথে প্রচুর শিলাবৃষ্টিতে উপজেলার ইরি-বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতিতে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছেন ।

এদিকে পল্লি বিদ্যুৎ বালাগঞ্জ জোনাল অফিস সুত্রে জানা গেছে , বিদ্যুৎ এর মেইন লাইন সহ বালাগঞ্জ এলাকার অন্তত ২০/২৫ জায়গায় গাছপালা পড়ে বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। সুত্র জানায় তারা লাইনগুলো চালু করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।