বইমেলায় রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৫:০২

হাসান মাহমুদ সালাহ

অমর একুশে বইমেলায় অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে বের হয়েছে কবি রিক্তা রিচির কবিতার বই ‘রোদের গ্রাফিতি বোঝে না রক্তাক্ত বুলেট’। চমৎকার প্রচ্ছদ করেছেন রাহুল বিশ্বাস। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি মেলার ৬২৮-৬২৯ নং স্টলে পাওয়া যাবে।

চার ফর্মার এই বইটিতে রয়েছে ৫২টি কবিতা। সমসাময়িক সময়ের বিভিন্ন অসঙ্গতিকে, অমোঘ সত্যকে উপমা, প্রতীক ও ইঙ্গিতের আঁচে সুষ্পষ্ট করে তোলা হয়েছে বইটিতে। রয়েছে দ্রোহ, বিষাদ, প্রেম, কামের কবিতা। রয়েছে আত্মাকে শুদ্ধ করার আহবান।

২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয়েছে নারী লেখক কবি রিক্তা রিচির প্রথম কাব্যগ্রন্থ, যে চলে যাবার সে যাবেই। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’ প্রকাশ হয়েছে ২০১৯ সালের বইমেলায়।

রাজধানী ঢাকায় বেড়ে উঠা লেখক রিক্তা রিচি ব্যক্তিজীবনে সাংবাদিকতার সাথে যুক্ত। বর্তমানে জাতীয় অনলাইন’ সাম্প্রতিক দেশকাল’ পত্রিকার সহ- সম্পাদকের দায়িত্বে আছেন৷